সর্বশেষ :

বাউবিতে শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৫ । ১১:৪৯ পূর্বাহ্ণ
বাউবিতে শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাউবিতে শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ আয়োজিত “শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি ও কাজের গতিশীলতা আনয়ন” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকালে বাউবির কেন্দ্রীয় অডিটরিয়ামের লেকচার গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, আমি একজন উপাচার্য হিসেবে বাউবিতে দায়িত্ব পালন শুরু করার পর থেকে এখানে দেখা যাচ্ছে যে, আমার ফাইল এক মাস দেড় মাস পরে প্রসেস হয়। আমার ফাইল প্রসেস করার জন্য যদি আমার প্রোটোকল অফিসার এবং পিএসকে দৌড়ে ফাইল প্রসেস করতে হয়, তাহলে বাকিরা কতটুকু সেবা পায় সেটা সহজেই অনুমান করা যায়। কাজের গতিশীলতা আনয়নের জন্য সঠিক পন্থায় সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে দ্রুত পালন করার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

বাউবির সকল ডিন ও বিভাগীয় প্রধান, পূর্বাঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পূর্বাঞ্চলের ছয়টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ও তার অধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের নিজ নিজ দাপ্তরিক সমস্যাদি ও প্রয়োজনীয় চাহিদার কথা বিস্তারিত তুলে ধরেন। বাউবি কর্তৃপক্ষ এসব কথা শোনেন এবং তা যতদ্রুত সম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১