গাজীপুরে করোনায় আরও এক সাংবাদিকের মৃত্যু


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২১ । ৩:৩৪ অপরাহ্ণ
গাজীপুরে করোনায় আরও এক সাংবাদিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও এক সাংবাদিক মারা গেলেন। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে দুই সাংবাদিকের মৃত্যু হলো।

সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান গাজীপুর প্রেসক্লাবের সদস্য, গাজীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি ও দৈনিক লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি মো. রোমান শাহ আলম (৫৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রোমান শাহ করোনার প্রথম ডোজের টিকাও নিয়েছিলেন। শুক্রবার সকালে নামাজে জানাযা শেষে সিটি করপোরেশনের গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে একই মহামারীতে আক্রান্ত হয়ে ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান টঙ্গী থেকে প্রকাশিত সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আলমগীর হোসেন।

এদিকে সাংবাদিক রোমান শাহর মৃত্যুতে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি এম আব্দুল্লাহ। এক শোক বার্তায় তিনি করোনায় আক্রান্ত সাংবাদিকদের রূহের মাগফরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকল সহকর্মীকে আরও যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সাবধানে চলাচলের অনুরোধ জানান।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০