গাজীপুরে নারী উদ্যোক্তার জীবনের নিরাপত্তার দাবি


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৪ । ৮:২৫ অপরাহ্ণ
গাজীপুরে নারী উদ্যোক্তার জীবনের নিরাপত্তার দাবি
বক্তব্য রাখছেন ভুক্তভোগী নারী

গাজীপুরে জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন এক নারীর উদ্যোক্তা। শনিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ  অভিযোগ করেন  রাশিদা নামের এ নারী উদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও তার অনুগত বাহিনী লেলিয়ে দিয়ে ওই নারী এবং তার স্বামীর হাত-পা ভেঙ্গে টঙ্গী থেকে বিতাড়নের হুমকি দিচ্ছেন। সুমন সরকারের লেলিয়ে দেওয়া ওই সন্ত্রাসী বাহিনী প্রায় প্রতিদিনই আমার বাড়ির সামনে দফায় দফায় এসে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাদের হুমকিতে আমি ও আমার স্বামীসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে বহু কষ্টে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি।
ওই নারী বলেন, টঙ্গী পশ্চিম থানাধীন সেনাকল্যাণ ভবনে অবস্থিত এভা গ্রুপের গার্মেন্ট কারখানার সাথে দীর্ঘ প্রায় ২০ বছর যাবত ব্যবসা করে আসছেন তিনি। ওই বিএনপি নেতা নারীর ব্যবসা ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছেন।

গত ১৫ আগস্ট রাত ১১টায় তার টঙ্গী আরিচপুর গার্লস স্কুল রোডের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং বাড়ির গ্যারেজে থাকা প্রাইভেটকারও ভাংচুর করে বলেও তিনি অভিযোগ করেন।
সন্ত্রাসীদের কবল থেকে তাকে ও তার পরিবারকে রক্ষার জোর দাবি জানান।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, টঙ্গীতে বিএনপির কোন নেতাকর্মী দখলবাজি এবং চাঁদাবাজির সাথে যুক্ত নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক কেউ কোন প্রকার চাঁদাবাজি এবং দখলবাজির সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীর বাড়িতে বা প্রতিষ্ঠানে কারা হামলা করেছে তা জানা নেই। বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ জড়িত থাকলে  তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাআমা/গা-24-08

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০