Gazipur celebrates World White Stick Support Day

“সাদা ছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৫ অক্টোবর ২০২০ রোজ বৃহস্পতিবার বিশ্ব সাদা ছড়ি সহায়তা দিবস ২০২০ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরস্থ ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার। এছাড়া আরো সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লায়ন্স ইন্টারন্যাশনালের হিসাব মতে দেখা গেছে, বর্তমান বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। তবে বাংলাদেশে প্রায় ৪৮ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছেন। আর প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ। সরকার ৪৪ হাজার ৮৪১ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা দিচ্ছেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দিবসটি পালন শুরু হয়। কিন্তু আজ প্রায় সারাবিশ্বেই দিবসটি পালিত হয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, পোলিও, এসিড নিক্ষেপসহ বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত হয়ে এ সংখ্যা দিন দিন বাড়ছে।