৭ নভেম্বরের বিপ্লবী চেতনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে —অধ্যক্ষ এস এম সানাউল্লাহ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২০ । ১:২৮ অপরাহ্ণ
৭ নভেম্বরের বিপ্লবী চেতনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে —অধ্যক্ষ এস এম সানাউল্লাহ

গাজীপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেছেন, আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭৫ সালের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিলো। জাতি এমন এক সময় এ দিবসটি পালন করতে যাচ্ছে, যখন দেশে গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও আইনের শাসন নেই। ভোটাধিকার ভুলুন্ঠিত। সারাদেশ দুর্নীতি-অনিয়ম, গুম-খুন ও ধর্ষণের স্বর্গরাজ্য পরিণত হয়েছে। এ অবস্থা থেকে দেশকে উদ্ধারের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক জনতাকে হারানো গণতন্ত্র ও ভোটাধিকার উদ্ধার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজত করার সুদৃঢ় শপথ নিতে হবে।

তিনি শনিবার বিকেলে গাজীপুর শহরের একটি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগর জামায়াতের উত্তরাঞ্চল আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি আবু সিনা মামুনের সভাপতিত্বে ও মেট্রো সদর দক্ষিণ থানা আমীর মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মেট্রো সদর সেক্রেটারি সালাউদ্দিন কাওসার, ড. আজিজুর রহমান, মোঃ সামসুজ্জামান, সোহরাব হোসেন, নাসির উদ্দিন প্রমুখ।

নেৃতৃবন্দ বলেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব শৃংখলমুক্ত করা হয়েছিলো। আধিপত্যবাদী অপশক্তি ও তাদের দোসররা আমাদের স্বাধীকার হরণের যে নীলনকসা প্রণয়ন করেছিলো সিপাহী-জনতার যুগপৎ বিপ্লবের মাধ্যমে তা প্রতিহত করা হয়েছিলো। ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদ ও জুলুমতন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। নেতৃবৃন্দ দেশ, জাতিস্বত্ত্বা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ইষ্পাত কঠিন ঐক্য গড়ে তোলার জন্য দেশপ্রেমিক জনতার প্রতি আহবান জানান।

#বার্তা বিডি/আর.বি.বি

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০