গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি কারখানার পক্ষ হয়ে সাধারণ নিরীহ মানুষের জমি দখল করে নেয়ার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জমির মালিক ভোক্তভোগী বৃদ্ধ মারফত আলী (৮০) বলেন, তাঁরা পাঁচ ভাই আশ্রাব আলী (৭৫), আবেদ আলী (৭০) এবং তাদের দুই চাচাত ভাই সমিজ উদ্দিন (৫০) ও আতাবুল্লাহ (৪২)।
শ্রীপুরের মাওনা উইনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন মারফত আলীর তিন ভাইয়ের তিন বিঘা, সমিজ উদ্দিনের এক বিঘা এবং আতাবুল্লাহর আড়াইবিঘা জমি একটি কারখানার হয়ে সীমানা প্রচীর দিয়ে দখল করে নিচ্ছে। জমিতে বাড়ি-ঘর রয়েছে। এলাকার নেতা ও থানা পুলিশের কাছে গিয়ের কোন বিচার পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, জমির দলিল দেখাতে না পারায় চেয়ারম্যানকে সোমবার কাজ করতে নিষেধ করা হয়। না শুনায় মঙ্গলবার দুপুরে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়।
আপনার মতামত লিখুন :