শ্রীপুরে ৭২ ক্যান বিয়ারসহ যুবলীগ নেতা আটক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২১ । ৪:১৮ অপরাহ্ণ
শ্রীপুরে ৭২ ক্যান বিয়ারসহ যুবলীগ নেতা আটক

বার্তাবিডি প্রতিবেদক, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ মাসুদ মাদবর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকার তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর জেলা ডিবি পুলিশ।

মাসুদ মাদবর (২৮) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগার দিঘী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন বলেন, মাসুদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেও তার ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নিবেনা। একজন অপরাধী তার শাস্তি অবশ্যই পাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অভিযান পরিচালনা কর হয়। এসময় মাসুদের ভাড়া বাসা থেকে তল্লাশি করে ৭২ ক্যান বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০