গাজীপুর সিটির বাজেট ঘোষণা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২১ । ১:১৭ অপরাহ্ণ
গাজীপুর সিটির বাজেট ঘোষণা

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থ বছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ ৩৬হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। গত বছরের তুলানায় এবারের প্রস্তাবিত বাজেটে প্রায় ১৫ হাজার কোটি টাকা বেশি ঘোষণা করা হয়েছে।

১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।

বাজেটে রাস্তা ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ মুলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের সর্ব বৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হলো। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণ সহ সকলের সহযোগিতা চাচ্ছি।

এবারের বাজেটে সর্বমোট আয় ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকা এবং মোট ব্যয় ২০ হাজার ৬৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার টাকা এবং বাজেটে উদ্ধৃত্ত রাখা হয়েছে ২৯৭ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা। গত অর্থবছরের (২০২০-২০২১) জন্য গাজীপুর সিটির এ বাজেট ছিল ৫ হাজার ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকা। ওই বছর বাজেটে মোট ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা।

এবার বাজেটে রাজস্ব খাতে আয় ৬৩২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা, রাজস্ব ব্যয় ৫৬৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকা, সরকারি অনুদান (আয়) ১২৫ কোটি টাকা এবং সরকারি অনুদান উন্নয়ন ব্যয় ১৪০ কোটি ৬৭ লাখ টাকা, বৈদেশিক সাহায্য ১৯ হাজার ৯৫২ কোটি ৭২ লাখ ২৮ হাজার টাকা, বৈদেশিক সাহায্যে প্রকল্পের ব্যয় ১৯ হাজার ৬৫১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা। মেয়রের বাড়ি ভাড়া বাবদ কোন ব্যয় নেই। তবে মেয়র ও কাউন্সিলরদের জন্য সম্মানী ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ৪২৯ লাখ টাকা। বিগত বছরের মতো এবারও মোবাইল কোর্ট পরিচালনার জন্য কোন অর্থ বরাদ্দ রাখা হয়নি।

করোনা মোকাবেলায় ৪০ লাখ টাকা, মশক নিধন/সরঞ্জাম ক্রয় ৪৫০ লাখ এবং কুকুর নিধন/জন্ম নিরোধ বাবদ ৫ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। বাজেট অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০