বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: আওয়ামী সংশ্লিষ্ট ব্যক্তিদের পদায়নের প্রতিবাদে টঙ্গীর চেরাগ আলীতে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সকাল ১টায় চেরাগ আলী থেকে শুরু হয়ে কলেজ গেট গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার ও ঢাকা বিভাগীয় টীম প্রধান আবুল কালাম আজাদের বহিষ্কার দাবি করেন।
মিছিলটি নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল হোসেন খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের শাহীন আহম্মেদ, আবুল হোসেন, আশরাফুল আলম, হাসান চৌধুরী, সোহেল রানা, কাউছার আলী, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের ইকবাল জজ, আক্তার হোসেন, সোহেল রানা, নাজমুল হোসেন, আশিক মিয়া।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় রাশেদুল ইসলাম বাবু বলেন, যদি কেউ মনে করেন আমরা থেমে যাবো তাহলে বলবো আপনারা ভুল ভাবছেন, এই আন্দোলন থামবার নয়। অনতিবিলম্বে বিতর্কিতদের বাদ দিয়ে রাজপথের ত্যাগীদের মূল্যায়নের দাবি জানাই।
পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আহম্মেদ বলেন, সুস্পষ্ট অভিযোগে অভিযুক্ত বিতর্কিত ব্যক্তিদের টঙ্গী পূর্ব, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে, কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে আমরা দীর্ঘদিনের কর্মীরা বাদ পড়েছি। যারা এই বিতর্কিত কর্মকান্ডের হোতা তাদের শাস্তির দাবি জানাই।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, আমাদের একমাত্র দাবি অবিলম্বে স্বেচ্ছাসেবক দল ঢাকা বিভাগীয় টিমের পদত্যাগ চাই এবং বর্তমান কমিটি স্থগিত করে ত্যাগীদের দিয়ে কমিটি পুণঃমূল্যায়ন করা হোক।
সমস্যা সমাধানের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
উল্লেখ্য গত ৩ অক্টোবর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের ৯টি কমিটি গঠনের পর থেকেই গাজীপুরের টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম থানায় দফায় দফায় বিক্ষোভ চলছে।
আপনার মতামত লিখুন :