গাজীপুর প্রতিনিধি
সোমবার (১৯ জুন) সকালে রাজবাড়ী রোড ডিসি অফিসের সামনে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গাজীপুরে জেইউজিসহ ৯টি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) সভাপতি এইচ এম দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গাজীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি ৭১ টিভি’র স্টাফ রিপোর্টার ইকবাল আহমেদ সরকার, জেইউজি নেতা এস এম হাবিবুর রহমান, এফ এম কামাল হোসেন, প্রিন্সিপাল হুমায়ুন কবির, পেশাজীবী নেতা গাজীপুর মহানগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার আবু বক্কর সিদ্দিক, আবু সাঈদ চৌধুরী, মিজানুর রহমান, বাংলাদেশ কল্যাণ ফাউন্ডেশনের এম আক্তারুজ্জান, জসিম উদ্দিন প্রধান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির আশরাফুল আলম মন্ডল, আসাদুজ্জামান তুহিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আব্দুল হামিদ খান, নাজিম উদ্দিন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের শহিদুল ইসলাম, মোমিন মিয়া, গাজীপুর সদর প্রেসক্লাবের রাকিবুল হাসান আহাদ, গাছা প্রেসক্লাবের আরিফ হোসেন মৃধা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল বারী বাবুল, ইউনুস আলী, সিরাজুল ইসলাম তপু, দেবাশীষ রায়, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, জি এম জয়, নুপুর আক্তার, সুমা আক্তার লুবনা, কামাল শেখ, এলিজা পারভীন লিজা, আনিসুর রহমান, জুম্মুন খান, আলমগীর কবিরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক। নেতৃবৃন্দ গোলাম রাব্বানী নাদিমসহ সকল সাংবাদিক হত্যার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল বন্ধ মিডিয়া অবিলম্বে খুলে দেয়ার দাবী জানান।
আপনার মতামত লিখুন :