বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২০ । ২:৩৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি: রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এসে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া দিবসটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন । তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বিগত ২২ বছরে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এ বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগতমান ও গবেষণায় সাফল্যের সাথে সুনাম অক্ষুন্ন রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, সাবেক ভাইস-চ্যান্সেলর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ,শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া সহ প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচিতে অনুষদীয় ডীন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১