আলোকিত গাজীপুর গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত গাজীপুর গ্র্যাজুয়েট ফোরামের ইভেন্টভিত্তিক ভার্চুয়াল প্রতিযোগিতার সন্মাননা পুরস্কার বিতরণী সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ফোরামের এডমিন প্যানেলের অন্যতম সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহ। এডমিন প্যানেল সদস্য জনাব শফিক সাগরের পরিচালনায় ভার্চুয়ালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভার একটি প্লাটফর্মে সেরা কমেন্টসকারী ইভেন্টের প্রথম বিজয়ী সিরাজুল ইসলাম তপু এবং সেরা পোস্টদাতা ইভেন্টের চতুর্থ বিজয়ী মোঃ আসাদুজ্জামান আকাশের হাতে পুরস্কার তুলে দেয়ার সময় অনুষ্ঠানের সভাপতি এস এম সানাউল্লাহ বলেন, আলোকিত গাজীপুর গড়ার প্রত্যয় নিয়েই গঠিত হয়েছে গাজীপুর গ্র্যাজুয়েট ফোরাম। একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে গাজীপুর গ্র্যাজুয়েট ফোরাম দলমত নির্বিশেষে সকল গ্র্যাজুয়েটকে সাথে নিয়ে আলোকিত গাজীপুর গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এডমিন প্যানেলের সদস্য মোস্তাক বিন নূর, খন্দকার আবু হানিফ, আবুল কালাম আজাদ ও মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, মডারেটর প্যানেলের সদস্য প্রিন্সিপাল হুমায়ূন কবির ও প্রফেসর ডাঃ আসাদুজ্জামান আকাশ এবং বিচারক প্যানেলের সদস্য অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ মোল্লা।
বিজয়ীদের মধ্য থেকে বেশ কয়েকজন ভার্চুয়ালে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে গাজীপুর গ্র্যাজুয়েট ফোরামের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এর অগ্রগতি কামনা করেন।
আপনার মতামত লিখুন :