সাহসী দুই সাংবাদিকের স্মরণ সভা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২০ । ১১:১২ পূর্বাহ্ণ
সাহসী দুই সাংবাদিকের স্মরণ সভা

এরশাদ সরকারের স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দিয়েছিল ‘গেদু চাচার খোলাচিঠি’। খ ম হ- নামে এই খোলাচিঠিগুলো লিখতেন খোন্দকার মোজাম্মেল হক। যিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন গত জুন মাসে।

প্রথিতযশা সাংবাদিক, রাজনীতিবিদ ছিলেন ফেরদৌস আহমেদ কোরেশী। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং ডাকসাইটে রাজনীতিবিদ ছিলেন তিনি। ব্রেইনস্ট্রোকে করে তিনিও চলে গেছেন গত আগস্টে।

প্রথিতযশা এই দুই সাংবাদিকের পৈতৃক বাড়ি ফেনীতে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় সাংবাদিকতা এবং রাজনীতিতে এই দুই সোনালি মানুষের অবদানকে স্মরণ করা হয়।

দুই সাংবাদিকের স্মরণসভায় বক্তারা বলেন, ‘ফেনী সব সময়ই দেশকে অনেক বড় বড় সাংবাদিক উপহার দিয়েছে, যারা পুরো সাংবাদিক সমাজকে আলোকিত করেছেন। বাংলার গণমাধ্যমে তারা একেকজন ছিলেন অগ্রপথিক। রাজনীতিতেও রেখেছেন অনন্য ভূমিকা। সদ্য প্রয়াত ড. ফেরদৌস আহমদ কোরেশী ও খন্দকার মোজাম্মেল হক ছিলেন তাদের অন্যতম। তারা ছিলেন জ্ঞানভিত্তিক সাহসী সাংবাদিকতার অগ্রপথিক। তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।’

‘ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’ আয়োজিত স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় ১৮ নভেম্বর বুধবার জাতীয় প্রেস ক্লাবে।

সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আমানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূ্ইঁয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, ফোরামের উপদেষ্টা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক, এবি পার্টির সদস্য সচিব ও দিগন্ত টিভির ডিইডি মুজিবুর রহমান মঞ্জু, ড. ফেরদৌস আহমদ কোরেশীর সহধর্মিণী প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র ভারপ্রাপ্ত সভাপতি নিলুফার পান্না কোরেশী, তার বড় মেয়ে ডা. অনিন্দিতা শবনম কোরেশী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা’র সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম চৌধুরী, ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সাবেক সাধারণ সম্পাদ ও দৈনিক সমকালের প্রধান প্রতিবেদক লোটন একরাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের নির্বাহী সম্পাদক খোন্দকার বেলায়েত হোসেন ও খোন্দকার মোজাম্মেল হকের ভ্রাতুষ্পুত্র খোন্দকার তারেক রায়হান।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১