রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ এর আহবায়ক ড. তৌহিদুল ইসলাম সদস্য সচিব ড. হুমায়ুন কবীর


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২১ । ৭:৪৮ পূর্বাহ্ণ
রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ এর আহবায়ক ড. তৌহিদুল ইসলাম সদস্য সচিব ড. হুমায়ুন কবীর

বার্তা বিডি ডেস্ক: বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারগণের সমন্বয়ে গঠিত ‘রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ (আরএফইউ)’ আহবায়ক পদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলাম ও সদস্য-সচিব পদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর মনোনীত হয়েছেন। ১৫ জানুয়ারি, ২০২১ তারিখে রাত ৮টায় অনলাইনে জুম অ্যাপস প্লাটফরম ব্যবহার করে সভার মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম সোয়েব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- ‘প্রাথমিকভাবে সংগঠনটি শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়য়ের রেজিস্ট্রারদের নিয়ে গঠিত হলেও পরবর্তীতে তা দেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারদেরকেও পর্যায়ক্রমে এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এটিকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমন্ডলে সম্প্রসারণ করার মহাপরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা বিশ্বমানে পৌঁছে দেয়ার লক্ষ্যেই মূলত এমন পরিকল্পনা।’

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১