সিরাজুল ইসলাম তপু, গাজীপুর: অদ্য ৮ অক্টোবর রোজ বৃহস্পতিবার নগরীর শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগর আয়োজিত শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী রহ. এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ এড. মো: জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি- গাজীপুর মহানগরের সভাপতি মুফতি আলী হায়দার গাজীপুরী।
আলোচনা সভায় মূল্যবান স্মৃতিচারণ ও যুগোপযোগী নসিহত প্রদান করেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। অন্যান্যদের মাঝে মূল্যবান আলোচনা পেশ করেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক, মাওলানা আব্দুল বাসেত খান, শায়েখ আল্লামা হাসান জামিল, মুফতি রাফি বিন মুনির প্রমুখ।
আপনার মতামত লিখুন :