সর্বশেষ :

গাজীপুরে ময়েজ উদ্দিনের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২১ । ১১:০২ পূর্বাহ্ণ
গাজীপুরে ময়েজ উদ্দিনের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত
ফাইল ছবি

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন এর ৩৭তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

গাজীপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান, নজরুল ইসলাম আজহার, ফারদিন ফেরদৌস, শামসুল হক ভূইয়া, মনিরুল ইসলাম গাজী প্রমুখ। এসময় বক্তারা শহীদ মোহাম্মদ ময়েজ উদ্দিনের স্মৃতিচারণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, শহীদ মোহাম্মদ ময়েজ উদ্দিন স্বাধীনতা পূর্ব ও পরবর্তী বাংলাদেশের অন্যতম সাহসী ও পরোপকারী রাজনীতিবিদ, যিনি ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় বীর হিসেবে আখ্যায়িত। একজন বিচক্ষণ আইনজীবী ও রাজনীতিক হিসেবে অত্যন্ত সাহসিকতার সাথে সেসময় ঐতিহাসিক দায়িত্ব পালন করেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১