গাজীপুর প্রতিনিধি : ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার সমিতি প্রাঙ্গনে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের জেলা ও দায়রা জজ মমতাজ বেগম সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির উদ্দিন আহমাদ, সরকারি উকিল অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল, অ্যাডভোকটে নূরুল আমিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট আমানত হোসেন খান, অ্যাডভোকেট আহসান উদ্দিন প্রধান, বার্তা বিডি’র আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোল্লা মোঃ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে দেশীয় নানা প্রকার পিঠা প্রদর্শন করা হয়।
আপনার মতামত লিখুন :